বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনায় ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়ার করোনা ডেডিগেটেট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মারা যাওয়া ঔষধ ব্যবসায়ীর নাম শ্রীবাস সরকার (৬৫)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দীর্ঘদিন ধরে ঔষধের ব্যবসা করে আসছিলেন। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২০ জুন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হলো।
অপর দিকে গোবিন্দগঞ্জে আরও তিন জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের আরটি- পিসিআর ল্যাবে এই ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম গতকাল চারজনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেন। নতুন করোনা শনাক্ত তিন হলো: পৌর শহরের মাস্টারপাড়ার বাসিন্দা পশু চিকিৎসক আবুল ফজল ও তার স্ত্রী নাজমা বেগম, গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারি গ্রামের আগের করোনা পজেটিভ পল্লী চিকিৎক রঞ্জুর পিতা রবীন্দ্রনাথ। অপর জনের পরিচয় জানা যায়নি। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।