বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইলে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন। সাজাপ্রাপ্তরা হলো, নান্দাইল উপজেলার মরোকলা গ্রামের আঃ জাব্বাবের পুত্র সোহাগ মিয়া (২৫), সুনামগঞ্জের সাললা উপজেলার সোনাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র মহসিন (৩২), অপর দু'জন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সন্তোষপুর গ্রামের আক্কাস আলীর পুত্র শাহীন (২৮) ও কাজল মিয়ার পুত্র রুহুলআমীন (৩৫)। সোমবার রাতে উক্ত প্রতারকদ্বয় সরকারি ত্রাণ বিতরণের নামে গ্রামের সহজ সরল নারী পুরুষদের কাছ থেকে ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করে। ইলেকট্রনিকস ডিভাইস দিয়ে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। যা দূর্যোগকালীন সময়ে মানুষের সাথে মারাত্মক প্রতারণার সামিল। তাদের বিরুদ্ধে ঘটনা প্রমানিত হওয়ায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।