Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা সন্দেহে অজ্ঞাত বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ২:২৮ পিএম

অজ্ঞাত বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা । ঘটনাটি চাঁদপুরে শহরের জিটি রোডে। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে একদল যুবক। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে অজ্ঞাত হিসেবে বৃদ্ধ চিকিৎসাধীন।

সোমবার(২২ জুন ) বিকেলে ৭০ বছরের বৃদ্ধকে চাঁদপুরে শহরের জিটি রোডস্থ আল-হেরা স্কুলের দেওয়ালের পাশে অসুস্থ অবস্থায় পরে থাকে। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মো: মুছা তপদার, শাবাব খাঁন পলাশ, তানজিল হোসেন ও সাখাওয়াত আখন্দ নামের যুবকরা বৃদ্ধকে উদ্ধার করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অজ্ঞাত ঐ বৃদ্ধা।

জানা গেছে, ঐদিন সকাল দশটায় একজন মহিলা ও পুরুষ মিলে বৃদ্ধকে একটা অটো থেকে নেমে রেখে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের কারোই পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সড়কে ফেলে যেতে পারে ঐ বৃদ্ধের স্বজনরা।

স্বজনদের খুজতে থাকা যুবকরা জানিয়েছেন, ‘কেউ যদি ব্যক্তিটিকে চিনে থাকেন বা চিনে না থাকলে শেয়ার করে ব্যক্তিটির পরিবার কিংবা পরিচিত নিকটজনের কাছে পৌঁছে দেয়ার জন্য সাহায্য করুন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ