Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে নতুন করে ২৫১ করোনা শনাক্ত, মৃত্যু,৬

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১:১০ পিএম

রাজশাহী বিভাগে আট জেলায় নতুন করে ২৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন রাজশাহী জেলায়। আজ সোমবার (২৩ জুন) এই ছয়জন মারা যান।
আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, মারা যাওয়া অন্য তিনজনের বাড়ি বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত ৩৬ জন মারা গেলেন করোনায়। আর নতুন তিনজন মারা যাওয়ায় রাজশাহী জেলায় মৃতের সংখ্যা ৬। গোটা বিভাগে এ পর্যন্ত ৫৫ জন মারা গেলেন করোনায়। রাজশাহী ও বগুড়ার বাইরে বিভাগের নওগাঁয় ৪, নাটোরে ১, সিরাজগঞ্জে ৩ এবং পাবনায় ৫ জন মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার নতুন শনাক্ত ২৫১ করোনা রোগীর মধ্যে ১৩৬ জনই হটস্পট বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ৩৫, চাঁপাইনবাবগঞ্জে ২, জয়পুরহাটে ১, সিরাজগঞ্জে ১২ এবং পাবনায় ৬৫ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৭৫ জন। এর মধ্যে বগুড়ায় ২ হাজার ৩৩০, রাজশাহীতে ২৯৯ জন, জয়পুরহাটে ২৫৫, নওগাঁয় ২৩৯, সিরাজগঞ্জে ২৮০, পাবনায় ৩৩৬ জন, নাটোরে ১৩৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৮ জন শনাক্ত হয়েছেন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৭৮৯ জন। এর মধ্যে নওগাঁর ১৮৯ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ২৫০ জন, নাটোরের ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ জন, রাজশাহীর ৬১ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ২৮ জন করোনামুক্ত হয়েছেন। গত ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। #

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ