নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইনী জটিলতায় প্রায় ঝুলেই গিয়েছিল সউদী আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কেনার স্বপ্ন। তবে অবশেষে আলোর মুখ দেখছে তা। সব অনিশ্চয়তা সরিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির মালিকানা পেতে যাচ্ছেন সউদী যুবরাজ। সবকিছু ঠিক থাকলে আগামী দু-একদিনের মধ্যেই ক্লাবটির দায়িত্ব বুঝে নিতে হতে পারে তার তত্ত্বাবধানে থাকা সউদীর পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এমনটিই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
৩০০ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের ৮০ শতাংশ মালিকানা কেনার কথা চলছিল প্রিন্স সালমানের কনসোর্টিয়ামটির। তবে এর মাঝে, ‘ ঐতিহ্যবাহী ক্লাব এএস রোমা কেনার প্রস্তাবও পেয়েছেন এমবিএস’ ইতালিয়ান সংবাদমাধ্যমের এমন খবরে সব ভেস্তে যেতে বসে। কিছুদিন আগে প্রিন্স সালমানের নিউক্যাসল ভাগ্য ভেস্তে যেতে বসে আরেকটি খবরে। সউদীর একটি স্যাটেলাইট নেটওয়ার্ককে কাতার ভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইন স্পোর্টস-এর লিংক পাইরেসিতে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার অভিযোগ উঠেছিল বিন সালমানের বিরুদ্ধে। তাদের দীর্ঘদিনের অভিযোগ- তাদের লিংক পাইরেট করে সউদীতে অবৈধভাবে প্রিমিয়ার লিগ ম্যাচ দেখাচ্ছে বিআউটকিউ নামের একটি কোম্পানি, যেটি সউদী সরকারের মদদপুষ্ট। সৌদি আরব অবশ্য বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। এই অভিযোগ থেকেও প্রিন্স সালমান এখন মুক্ত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডবিøউটিও) তাদের অনুসন্ধানে বিআউটকিউয়ের পাইরেটের ব্যাপারে পোক্ত কোনো প্রমাণ না পাওয়ায় সেটিও খারিজ হয়ে গেছে গতপরশু।
নিউক্যাসল বিক্রির ঘোষণার পরই গত এপ্রিলে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম আলোচনায় আসে। সংবাদমাধ্যমে বলা হয়, সউদী যুবরাজ পাবেন ৮০ শতাংশ মালিকানা, বাকি ২০ শতাংশ থাকবে বৃটিশ ব্যবসায়ী আমান্ডা স্টেভলির কোম্পানি পিসিপি ক্যাপিটাল পার্টনারস এবং সহোদর ডেভিড ও সাইমন রুবেনের অধীনে।
২০০৭ সালে ১৩৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসলের মালিকানা পান বৃটিশ ধনকুবের মাইক অ্যাশলে। গত ১৩ বছরে উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখেনি ক্লাবটি। চাপের মুখে মালিকানা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন মাইক অ্যাশলে। এই সিদ্ধান্তে ক্লাবটির সমর্থকরাও হয়ত খুশিই হয়েছেন। তাদের মতে বর্তমান মালিক দলটিকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ। অর্থকড়ির টানাটানিতে চড়া ম‚ল্যে ভালো খেলোয়াড়ও কিনতে পারছে না তারা। যার প্রভাব পড়ে ক্লাবটির পারফরম্যান্সেও। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে দু’বার। এবার ভাগ্য বদলের স্বপ্ন দেখতেই পারে প্রচীন এই ইংলিশ ক্লাবটির সমর্থকেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।