প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ধর্মের প্রতি গভীর অনুরক্ত হয়ে কিছুদিন আগে শোবিজ ছাড়ার ঘোষণা দেন মডেল-অভিনেত্রী সুজানা। এবার একই কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। এরপর একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ্যানি জানান, এ সিদ্ধান্ত হুট করে নিইনি। গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছি। এ বছরের জানুয়ারি মাস থেকে সিদ্ধান্তটা জোরালো হয়েছে। সর্বশেষ গত মার্চের ১৯ তারিখ শুটিং করেছি। তারপর করোনায় সবকিছু বন্ধ। এ সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। বুঝতে পারি, অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম। মিডিয়া এখন আর আমাকে টানছে না। তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, আমি মুসলমান। একজন মুসলমান হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতই জানার চেষ্টা করছি ততই জ্ঞান বাড়ছে। এতে অনেক কিছুতে বিধিনিষেধ চলে আসছে। দু মিনিট পরে আমি বাঁচবো কিনা জানিনা। মৃত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম, এমন চিন্তা থেকে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য আমাকে কে কি বলল, তাতে কিছু যায় আসে না। উল্লেখ্য, এ্যানি খান অভিনীত পাঁচটি ধারাবাহিক এখন বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন এ্যানি খান। অনেক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন। আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন। মিডিয়া থেকে দূরে সরে এক নতুন জীবনের স্বপ্ন দেখছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।