Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিওর মডেল হলেন চিত্রনায়ক শিপন ও এ্যানি খান

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে জুটি হলেন চিত্রনায়ক শিপন ও মডেল অভিনেত্রী এ্যানি খান। সঙ্গীতশিল্পী ন্যান্সি ও নবাগত মিজানের গাওয়া ‘এসোনা তুমি মনের দেশে’ শিরোনামে গানটিতে মডেল হয়েছেন তারা দুজন। সিলেটের জাফলংয়ের বিভিন্ন মনোরম লোকেশনে গানের চিত্রায়নের কাজ শেষ হয়েছে বলে জানান পরিচালক জিয়াউদ্দিন আলম। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম ও গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। এ্যানি বলেন, শিপনের সঙ্গে এবারই প্রথম একসঙ্গে গানের ভিডিওতে কাজ করলাম। এটি আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। ৫ বছর আগে শহীদ ভাই ও খেয়ার ‘তুমি আমার ভাবনা নদী’ গানের প্রথম মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। এরপর আর কোন মিউজিক ভিডিওতে কাজ করা হয়ে উঠেনি। নতুন গানের শুটিংয়ে শিপনের সঙ্গে প্রথম কাজ করে ভালো লেগেছে। কাজটি ভালো হয়েছে। শিপন বললেন, ‘ফিল্মের গ্রুমিংয়ের জন্য অনেকদিন ভারতে ছিলাম। যে কারণে বড় পর্দা থেকে দূরে। হাতে বেশ কিছু চলচ্চিত্র আছে যা মুক্তি পেতে আরো খানিকটা সময় লাগবে। তাই কিছু ভালো টেলিফিল্ম ও মিউজিক ভিডিও করে দর্শকদের সামনে থাকতে চাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক ভিডিওর মডেল হলেন চিত্রনায়ক শিপন ও এ্যানি খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ