Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালালার সাফল্যে অভিনন্দন জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১:১২ পিএম
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অন্যতম মুখ নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
 
সম্প্রতি নিজের মাইক্রোব্লগিং সাইটে স্নাতক ডিগ্রি অর্জনের দুটি ছবি শেয়ার করেন মালালা ইউসুফজাই। সেখানে তিনি লিখেছেন, 'আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছি। আমি আমার খুশি ভাষায় প্রকাশ করতে পারব না।'
 
মালালার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন টুইটারে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেছেন, 'মালালা তোমাকে অভিনন্দন! তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সত্যিই খুব বড় প্রাপ্তি। তোমার এই অর্জনে আমি গর্বিত।'
 
প্রসঙ্গত, পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ইউসুফজাই তালেবানদের বাধা উপেক্ষা করেই নারীশিক্ষার কার্যক্রম চালিয়ে যান। পরে ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। সেই সাহসিকতার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান ২২ বছর বয়সী এই নারী।


 

Show all comments
  • পিন্টু দাস ২২ জুন, ২০২০, ৯:১৩ পিএম says : 0
    মালালা সাহসী সৈনিক থাকে অভিনন্দন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ