Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপকূলে শরণার্থীদের আটক বৈধ করল অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উপকূলবর্তী এলাকায় শরণার্থীদের আটক করাকে বৈধ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার হাইকোর্ট। গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়। আদালতের এ রায়ে ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এদের মধ্যে ৩৯ শিশু রয়েছে। এর মধ্যে ৩৩ শিশু অস্ট্রেলিয়ায় জন্মেছিল। আলজাজিরার খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল একে গুরুত্বপূর্ণ’ বলেছেন। তিনি বলেন, ‘সরকার অস্ট্রেলিয়া সীমান্ত সুরক্ষিত রাখবে এবং সমুদ্রে ডুবে যাওয়া বন্ধ করবে। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অফাল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপকূলে শরণার্থীদের আটক বৈধ করল অস্ট্রেলিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ