Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১০:০২ এএম

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ হাজার মানুষের দেহে করো শনাক্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে করোনাভাইরাসের নতুন উপকেন্দ্র লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়া। আর সে হিসাবে দক্ষিণ এশিয়ায় করোনার ‘হটস্পট’ হলো ভারত।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে কেবল গত এক মাসে করোনা শনাক্তের সংখ্যা চার গুণ বেড়েছে।

এই সময় জানায়, গত ১৯ মে ভারতে করোনা শনাক্তের সংখ্যাটা ছিল এক লাখের ঘরে। আর ২১ জুন সেটা ছাপিয়ে যায় চার লাখের গণ্ডি।

মাত্র ৩৩ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চার গুণ! আর তিন লাখ থেকে অনেকটা এক লাফে চলে যায় চার লাখের ঘরে।

দ্য হিন্দুর সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৯১০ জনে। এখন পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৭০৩ জন।

ভারতে টানা চার দিন দৈনিক সংক্রমণে রেকর্ড হয়েছে।  রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিতের সংখ্যা ১৫ হাজার ১৮৩ জন। এক দিনে ৪২৬ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের সর্বাধিক করোনা সংক্রমিত দেশগুলোর তালিকায় বর্তমানে ভারত আছে চার নম্বরে। এর ঠিক ওপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়া।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট ৯০ লাখ ৪৫ হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ