Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৯:১৯ এএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গত ১২ জুন নমুনা পরিক্ষা করলে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলে। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বলেন, 'এখন শারীরিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকের পরামর্শ মেনে নিজের বাড়িতেই আছি। সবাই দোয়া করবেন।' তিনি এও জানান, আগামী ২৩ জুন দ্বিতীয় বারের মতো আবারও করোনা টেস্ট করতে হবে। আশা করছি, এবার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসবে।

শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যা। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'স্বাধীনতা পুরস্কার' পদকে ভূষিত হন তিনি। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার 'বঙ্গভূষণ' পদক পান ৬৩ বছর বয়সী এই সংগীতশিল্পী।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পাশাপাশি নিজের রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান 'সুরের ধারা' পরিচালনা করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ