নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনও পাল্লেকেলেতে দুই বৃষ্টি মিলেমিশে একাকার। প্রকৃতির বৃষ্টি যখনই থেমেছে তখনই শুরু হয়েছে ব্যাটসম্যানদের উইকেট বৃষ্টি। দুই দিনে খেলা হয়েছে মাত্র চার সেশন, তাতেই পতন ঘটেছে ২১ উইকেটের। গতকাল অজি ইনিংসে তা-বলীলা চালান দুই লঙ্কান স্পিনার। মধ্যাহ্ন বিরতির আগে রঙ্গনা হেরাথ, আর বিরতির পর অভিষিক্ত লক্ষণ সান্দাকান। দু’জনেই নেন ৪টি করে উইকেট। তবে ৮০ রানে এগিয়ে থেকে তুলনামূলক ভালো অবস্থানে বলা যায় সফরকারীরাই। প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানের হতাশা ভুলে অস্ট্রেলিয়াকে ২০৩ রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ রান তুলতেই যখন ১ উইকেট খুইয়ে লঙ্কান উইকেট বৃষ্টির আভাস মিলল তখনই তাতে বাদ সাধল প্রকৃতির বৃষ্টি। দিনের খেলা তখনও ৩৩ ওভার বাকি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।