Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে মৃত্যুর পর এক ব্যক্তির করোনা শনাক্ত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১০:০২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া গ্রামের মৃত এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২১ জুন রোববার ৬৫ বছর বয়সী রবি ঘোষের করোনা শনাক্ত হয় । তিনি গেল ১৮ জুন বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার সন্তোষপাড়া গ্রামের ওই ব্যক্তি গেল বৃহস্পতিবার দিনগত রাতে পরলোক গমন করেন। তিনি দীর্ঘ দিন ধরেই ডায়াবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন। মুত্যৃর দিন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২১ জুন রবিবার মৃত ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্য দিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গতকাল উপজেলায় নতুন করে আরও ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন সিরাজদিখানের ৫২ বছরের পুরুষ ও ধামালিয়ায় ৬০ বছরে নারী। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জনে। সুস্থ্য হয়েছেন ১১৫ জন করোনা রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ