নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনের মতো এবার প্রতিভা অন্বেষণে নামছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে রেকর্ড পরিমাণ অর্থ পেয়ে প্রথমবারের মতো তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করছে তারা। চলতি অর্থবছরে এনএসসি খেলাধুলার উন্নয়নের জন্য দেশের ৩১টি ফেডারেশনকে মোট ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যার মধ্যে বাফুফে পেয়েছে এক কোটি ১১ লাখ টাকা। আর আগে এতো বিশাল অংকের অর্থ প্রতিভা অন্বেষণে খরচ করেনি বাফুফে। এনএসসির অর্থায়নে তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা অম্বেষণ কর্মসূচী আজ থেকে মেহেরপুর জেলা দিয়ে শুরু করছে বাফুফে। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়ের তত্ত্বাবধানেই চলবে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম। চলতি মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের ৪৬ জেলা ও ৩৩৯টি উপজেলায় তিনটি ধাপে পরিচালিত হবে এই কর্মসূচি। প্রথম ধাপে ২৮ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত ১৫টি জেলায়, দ্বিতীয় ধাপে ২৬ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর ১৫টি জেলায় এবং তৃতীয় ধাপে ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৬টি জেলায় চলবে এই কর্মসূচী। বাফুফের ১৫ জন কোচ পরিচালনা করবেন দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।