Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সিলেট হাসপাতালে ভর্তি ৫ শতাধিক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৩:৩৬ পিএম

করোনার আগ্রাসী থাবায় গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে পজেটিভ শনাক্ত হয়েছেন আরও ১৭৭ জন। আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজারের উর্ধ্বে। এই মুর্হুতে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন পাঁচ শতাধিক। জানা গেছে, শনিবার (২১ জুন) বিভাগে নতুন করে ১৭৭ জন শনাক্ত হয়েছেন করোনা পজেটিভ হিসেবে। এর মধ্যে সিলেট ৮০, সুনামগঞ্জে ৩, মৌলভীবাজার ২৮ ও হবিগঞ্জে ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১জন মৃত্যুবরণ করেছেন । বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ (রোববার) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্তের মোট সংখ্যা ৩১৬৩ জন। এর মধ্যে সিলেট ১৭৬৮, সুনামগঞ্জে ৭৮৮, মৌলভীবাজার ২৬৫ ও হবিগঞ্জে ৩৪২ জন। করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মোট ২০০ জন ভর্তি আছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ৭১, সুনামগঞ্জে ৯৫, মৌলভীবাজারে ৬ ও হবিগঞ্জে ২৮ জন। এছাড়া করোনা পজেটিভ ও উপসর্গযুক্ত- সব মিলিয়ে বিভাগজুড়ে মোট ৫১০ জন ভর্তি রোগী রয়েছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ১৮৪, মৌলভীবাজারে ১৪, সুনামগঞ্জে ১৯২ ও হবিগঞ্জে ১২০ জন। এদিকে, বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৩৫ জন বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেটে ৩, সুনামগঞ্জে ১৬, মৌলভীবাজারে ৮ ও হবিগঞ্জে ৮ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৯৩। এর মধ্যে সিলেটে ২৪২, সুনামগঞ্জে ১৯১, হবিগঞ্জে ১৬৬ ও মৌলভীবাজারে ৯৪ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, গত ১০ মার্চ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ১৪৬৮৯ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। ১৩৩৭৫ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৩১৪ জন । এর মধ্যে সিলেটে ৫৩৮, মৌলভীবাজারে ৩০০ সুনামগঞ্জে ৪৫৯ ্ও হবিগঞ্জে ১৭জন। এ পর্যন্তবিভাগের ২৬৯জন কোয়ারেন্টিনরত আছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ৮০, মৌলভীবাজারে ৩০, সুনামগঞ্জে ৩৩ ও হবিগঞ্জে ১২৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে একজনের মৃত্যু ঘটেছে। তিনি একজন আইনজীবি ও মুক্তিযোদ্ধা পাশাপাশি সিলেট শহরের বাসিন্দা। মৃত্যুর সংখ্যা এখন দাড়িয়েছে ৫৭ জনে। এর মধ্যে সিলেট ৪৫, সুনামগঞ্জে ৪, মৌলভীবাজারে ৪ ও হবিগঞ্জে ৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ