বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ২৫ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৩৭ জনে। যার মধ্যে নগরের ১১৯ জন। একই সময় সুস্থ্য হয়েছেন তিনজন। এ সময়ের মধ্যে মরা গেছে একজন।
রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫ জন। রাজশাহীর দুইটি ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৭ জন ও রামেক ল্যাবে ৮ জনের নমুনা পজিটিভ আসে।
তিনি বলেন, রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ১১৯ জন। এছাড়াও বাঘায় ১৪ জন, চারঘাটে ১৫ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৭ জন, বাগমারায় ১৩ জন, মোহনপুরে ২৩ জন, তানোরে ১৭ জন, পবায় ১৬ জন ও গোদাগাড়ীতে ১ জন।
ডা. এনামুল হক বলেন, গত ২৪ ঘন্টায় তিনজন সুস্থ্য হয়েছে। এ নিয়ে জেলায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৬ জন। এর মধ্যে নগরের আটজন, বাঘায় তিনজন, চারঘাটে ছয়জন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন ও পবায় চারজন।
এদিকে রাজশাহীতে করোনা আক্রান্ত ছয় সাংবাদিক। মোহনা টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মেহেদী হাসান শ্যামল (৪২), এসএ টেলিভিশনের ক্যামেরাপার্সন আবু সাঈদ, সোনালী সংবাদ ও সাহেব-বাজার টোয়েন্টিফোর ডটকমের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান (৩৫), দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর (২৪), রাজশাহী সংবাদের স্টাফ রিপোর্টার আবদুর রহিম (২৩) এবং কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী জেলা প্রতিনিধি মেহেদী হাসান (২৩)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।