Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সরিষাবাড়ীতে করোনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, স্বাস্থ্যবিধি ছাড়াই দাফন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ২:২১ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুরুজ আলী (৬০) নামে
একজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৮ জুন) রাতে সাভারের
এনায়েতপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেও বিষয়টি
স্বাস্থ্য বিভাগের নজরে আসে শনিবার (২০ জুন) রাতে।

মৃত্যুবরণকারী সুরুজ আলী সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী (তাড়িয়াপাড়া)
রেলকলোনীর বাসিন্দা ও উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া (পূর্বপাড়া)
গ্রামের মৃত মোর্শেদ আলীর ছেলে। সোমবার (১৫ জুন) তার নমুনা সংগ্রহ করেছিল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সরিষাবাড়ী উপজেলায় এবারই প্রথম একজনের মৃত্যু হলো। তবে এ উপজেলায়
ইতিপূর্বে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন ও করোনা হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজি
রফিকুল হক জানান, সুরুজ আলী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে সোমবার (১৫ জুন)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। এসময় তার করোনার নমুনা
সংগ্রহ করা হয়। এ অবস্থায় তিনি ঢাকা জেলার সাভারের এনায়েতপুর খাজা ইউনুস
আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার (২০ জুন) রাতে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে তার দেহে
করোনা পজেটিভ পাওয়া যায়। পরে জানা যায় যে, তিনি বৃহষ্পতিবার (১৮ জুন)
রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, নমুনা প্রদানের দিন সুরুজ আলীর শারীরিক সমস্যা
প্রকট ছিলো। কিন্তু স্বাস্থ্য দপ্তর সে বিষয়ে তৎপর না হওয়ায় তিনি
ব্যক্তিগতভাবেই চিকিৎসার জন্য চলে যান। এ অবস্থায় তিনি মারা গেলে পরদিন
শুক্রবার (১৯ জুন) সেঙ্গুয়া (পূর্বপাড়া) গ্রামের বাড়িতে পরিবারের লোকজন
তাকে দাফন সম্পন্ন করে। এসময় কোনো সামাজিক দূরত্ব বা সরকারি
স্বাস্থ্যবিধি মানা হয়নি। মৃত্যুর দুইদিন পর নমুনার রিপোর্ট পজেটিভ আসলে
পরিবারকে তা জানাতে গিয়ে কর্তৃপক্ষ জানতে পারে যে, তিনি মারা গেছেন এবং
দাফন সম্পন্ন হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, সুরুজ আলী
নমুনা দিয়েই সাভারে চলে গিয়েছিলেন। তার মৃত্যুর পর পরিবার প্রশাসন বা
স্বাস্থ্য বিভাগকে জানায়নি যে, তিনি মারা গেছেন। তবে তার পরিবারের অন্য
সদস্যদের নমুনা নেয়ার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, একই রিপোর্ট অনুযায়ী
সরিষাবাড়ীতে আরো দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এরমধ্যে পৌরসভার
সাতপোয়া গ্রামের ৩৬ বছর বয়সী একজন নারী দ্বিতীয়বারের মতো আক্রান্ত
হয়েছেন। অন্যজন্য ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামের ৫০ বছর বয়সী একজন নতুন
সনাক্ত হয়েছেন। এ নিয়ে সরিষাবাড়ীতে সর্বমোট আক্রান্ত হলেন ৪০ জন।

এছাড়া এ উপজেলায় ইতিপূর্বে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩৭ বছর বয়সী এক
পুরুষ ও ৪৭ বছর বয়সী এক নারী এবং ময়মনসিংহ এস কে হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হলেও এবারই প্রথম করোনা পজেটিভ
নিয়ে একজনের মৃত্যু হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ