Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে নতুন করে করোনা শনাক্ত ১৪৬, মৃত্যু,২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ২:১০ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ২জন রোগী মারা গেছেন। আর এই সময়ের মধ্যে নতুন করে ১৪৬ জনের করোনা শনাক্ত। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৬৬জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৭জন। আজ রবিবার (২১ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, এই বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩হাজার ৫৬৬জন। এর মধ্যে মারাগেছেন ৪৭ জন। এছাড়া ২৪ ঘন্টায় ২১ জনসহ সুস্থ হয়েছেন মোট ৭১৭ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৮৭ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১০০ ও রাজশাহীতে ২৫ জন রোগী শনাক্ত হয়েছে।
মৃতদের মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ৩১জন, পাবানয় ৫, নওগাঁয় ৪, রাজশাহীতে ৩, সিরাজগঞ্জে ৩ ও নাটোরে ১জন মারা গেছেন।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫ জন। পরের অবস্থানে রয়েছে পাবনা জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৭০জন। ২৬১ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জ।
এছাড়া রাজশাহী জেলায় ২৩৭ ও চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নাটোরে ১৩৫ জন, নওগাঁয় ২৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ