Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাব সদস্যসহ নতুন করে আরো ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১:৫৫ পিএম

কুষ্টিয়ায় র‌্যাব সদস্যসহ নতুন করে আরো ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৩৪৭ জন কোভিড রোগী সনাক্ত হল। ২০ জুন শনিবার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে কোভিড ১৯ আপডেটে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার মোট ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১০৯ টি নমুনা ছিল। এতে কুষ্টিয়ায় নতুন করে ১৯ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এছাড়াও আরো ২ জনের রিপোর্ট ফলোআপে পজেটিভ হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ৪ জন, ভেড়ামারায় ১ জন, সদর উপজেলায় ১১ জন, কুমারখালীতে ১ জন ও খোকসায় ২ জন। কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানা লাহিনী বটতলা ১, জুগিয়া ১, ভাটাপাড়া ২, গোশালা রোড ২, র‌্যাব সদস্য ১, কাস্টম মোড় ১, ফুলতলা ৩ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা এলংগিপাড়া। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা কুন্ডুপাড়া। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা কল্যাণপুর। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা খোকসা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স (চিকিৎসক) ও গোপগ্রাম। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ১১, নারী ৮ জন। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৩৪৭ জন কোভিড রোগী সনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী সনাক্তের মধ্যে, দৌলতপুর ৪৭, ভেড়ামারা ৫১, মিরপুর ২৫, সদর ১৬৪, কুমারখালী ৪৩ ও খোকসা ১৭ জন। এতে মোট পুরুষ রোগী ২৬৩ ও নারী রোগী ৮৪ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৮৬ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৪৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন। মৃত – ৩ জন (কুমারখালী -১, দৌলতপুর-১, ভেড়ামারা-১)। সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম সর্বসাধারণের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যাবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ