Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে পুলিশসহ ১২ জনের দেহে করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৫৬৫ জন

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:৫১ পিএম

চাঁদপুরে নতুন করে ১৫ পুলিশসহ আরো ১২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরের ১০ জন।হাজীগঞ্জে ১জন(মৃত সুশীল সাহা) এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ১জন(মৃত মোঃ হোসেন)।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৪৬জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার দুপুরে ৫৭টি রিপোর্ট আসে । এর মধ্যে ১২ টি পজেটিভ। নেগেটিভ ৪৫টি।

জেলায় ৫৬৫ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ২১৭ জন, মতলব দক্ষিণ ৭১জন, শাহরাস্তিতে ৬৩জন, হাজীগঞ্জে ৬৪ জন, ফরিদগঞ্জে ৬১জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন , মতলব উত্তরে ২৭জন এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ১জন।
রায়পুরের মোহাম্মদ হোসেন নামে ওই ব্যক্তি চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এজন্য মৃত্যুর তালিকায় তাকে চাঁদপুর জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৪৪ জনের মধ্যে হাজীগঞ্জ ১৪ জন, চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ২ জন এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ১জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ