বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের নতুন করে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় সর্বমোট ডাক্তার, পুলিশ, নার্সসহ ৪২৫ করোনাভাইরাসে আক্রান্ত হলো।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর ৬ জন, গোপালপুর ৪, মির্জাপুর ৩, নাগরপুর ৩, ভূঞাপুর ৩, কালিহাতী ২, বাসাইল ১, মধুপুর ১, ধনবাড়ী ১, সখীপুর ১ ও দেলদুয়ার উপজেলায় ১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৫০ জন সুস্থ্য হয়েছে। সর্বমোট ৯ জন মৃত্যুবরণ করেছেন। বাড়িতে ও আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৪ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে রয়েছে ১৯০৫ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ৭৪১টি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২১জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৬জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।