Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ৫৪ পুলিশ করোনা আক্রান্ত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০৫ পিএম

চাঁদপুরে এযাবৎ ৫৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইতোমধ্যে অন্তত ১২ জন সুস্থ হয়েছেন। উল্লেখযোগ্য আক্রান্তদের মধ্যে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ও উপ-পরিদর্শক (এসআই), ১২ জন এসআই, পাঁচ জন এএসআই (উপ-সহকারী পরিদর্শক) এবং ৩৫ জন কনস্টেবল রয়েছেন।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় শনিবার (২০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শনিবার একদিনেই পুলিশের ১৫ জন সদস্যের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই চাঁদপুর পুলিশ লাইনসের।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নতুন করে করোনা পজিটিভ হওয়া ১৫ জন পুলিশ সদস্যের বেশিরভাগই পুলিশ লাইনসের। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে।

চাঁদপুর মডেল থানার ওসি জানান, দেড়মাস আগে থানার ৮ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তারা সুস্থ হয়েছেন। বর্তমানে তারা ডিউটি করছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান জানান, দেশের এই সংকটময় মুহূর্তে পুলিশ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। যখন মাঠে কেউ থাকে না তখন পুলিশের উপস্থিতি থাকে। সব সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ