বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকার জন্য গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
মেয়র তার বক্তব্যে করোনা মোকাবেলায় সচেতনতাকে সর্বাগ্রে স্থান দিয়ে বলেন, 'আমাদের সচেতনতার মাধ্যমে করোনা আক্রান্তের সংখ্যাকে কমিয়ে আনতে হবে। সকলের সম্মেলিত সহযোগিতায় স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করে আরো ভালো সেবা প্রদান করা সম্ভব হবে।'
এছাড়াও সভায় উপস্থিত সদস্যবৃন্দ ময়মনসিংহে জোনিং সিস্টেম চালুকরণ ও এ সংশ্লিষ্ট নানা বিষয়ে করনীয় নিয়ে মতামত ব্যক্ত করেন।
এসময় সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর ওয়ালী আল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম গালিভ খান, স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. কামাল উদ্দিন আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।