Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পদত্যাগে অস্বীকৃতি ট্রাম্প আইনজীবীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডল গুলিয়ানির বিরুদ্ধে তদন্তকারী ফেডারেল একজন শীর্ষ প্রকিসিউটর জিওফ্রে বারম্যান পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রশাসন আকস্মিকভাবে তাকে সরিয়ে অন্য একজনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত জানানোর পরই তিনি শুক্রবার পদত্যাগে অস্বীকৃতি জানানা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এটর্নি জেনারেল উইলিয়াম বার-এর কিছু কর্মকান্ড নিয়ে নাটকীয়ভাবে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অভিযোগ আছে, এসব কর্মকান্ডের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজনৈতিকভাবে সুবিধা দিচ্ছেন উইলিয়াম বার এবং একই সঙ্গে তিনি আইন মন্ত্রণালয়ের স্বাধীনতাকেক্ষুন্ন করছেন। রয়টার্স লিখেছে, ট্রাম্প তার পূর্ণ সমর্থনে আসবে না এমন কর্মকর্তাদের পরিশুদ্ধ করছেন অর্থাৎ সরিয়ে দিচ্ছেন পদ থেকে। সম্প্রতি তিনি পর্যবেক্ষক কয়েকটি এজেন্সিকে বরখাস্ত করেছেন, যারা এ বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শুক্রবার গভীর রাতে উইলিয়াম বার আকস্মিকভাবে ঘোষণা দেন যে, ম্যানহাটানের এটর্নি জিওফ্রে বারম্যান পদত্যাগ করছেন। এক্ষেত্রে তিনি মনোনয়ন দেবেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়াম্যান জে ক্লেটনকে। কিন্তু উচ্চ মাত্রার সন্ত্রাস বিষয়ক মামলা, ওয়াল স্ট্রিটের আর্থিক অপরাধ এবং সরকারের দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোতে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন জিওফ্রে বারম্যান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-আইনজীবী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ