Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যান্ড স্যানিটাইজারের আগুনে গাড়ি ভস্মীভূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০৩ এএম

হ্যান্ড স্যানিটাইজারে ৬০ শতাংশ অ্যালকোহল রাখার পরামর্শ বিজ্ঞানীদের। আর এ ধরণের হ্যান্ড স্যানিটাইজার যত্রতত্র রাখায় ঘটছে ভয়ানক ঘটনা। এবার গাড়িতে স্যানিটাইজার রাখায় ঘটেছে ভয়ানক ফলাফল। ওই গাড়িতে আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের পাইওনির রোডে গাড়িটি পুড়ে যায়। শুক্রবার হ্যান্ড স্যানিটাইজার রাখার কারণে পুড়ে যাওয়া গাড়ির তিনটি ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ইলিনয়িস ফায়ার সার্ভিস বিভাগ। বিভাগটি জানায়, হ্যান্ড স্যানিটাইজারের জন্যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস বিভাগ জানায়, গাড়ির মালিক উইন্ডশিল্ডের হ্যান্ড স্যানিটাইজার রেখেছিলেন। ড্যাশবোর্ডের পাশে রাখা হ্যান্ড স্যানিটাইজারের ছোট বোতলের জন্য আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সূর্যরশ্মির প্রচন্ড তাপে হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তাদের ধারণা। ফায়ার সার্ভিস আরো জানায়, গাড়িতে রাখা হ্যান্ড স্যানিটাইজারে ৮০ শতাংশ এলকোহল ছিল। তবে সঠিক স্বাস্থ্যবিধি অনুসারে হ্যান্ড স্যানেটাইজারে অন্তত ৬০ শতাংশ অ্যালকোহল থাকা প্রয়োজন। ফক্সসিক্সনাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ