মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওষুধ, সুরক্ষা উপকরণসহ ৬ কোটি ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের পুলিশ দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে গ্রেফতার করেছে। শুক্রবার গ্রেপ্তারের পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে হারারের একটি থানায় নিয়ে যাওয়া হয়। মোয়ো দুই মাস বয়সী একটি কোম্পানিকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ বিরোধীদের। একই অভিযোগে পুলিশ গত সপ্তাহে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ওষুধ কোম্পানি ড্র্যাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় ওই প্রতিনিধির নাম ডেলিস এনগুওয়ায়া। তার কোম্পানিই ওষুধ, ব্যক্তিগত সুরক্ষা উপকরণসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পেয়েছিল। যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়েই ডেলিসের কোম্পানিকে কাজ দেয়া হয়েছিল বলে অভিযোগ বিরোধীদের। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে মেডিকেল সরঞ্জাম ক্রয়ের ওই চুক্তি বাতিল করেন। আফ্রিকার এ দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মারা গেছে ৪ জন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।