Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যু : রাজশাহী বিভাগে শীর্ষে বগুড়া

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৩:৫৪ পিএম

পরপর ৩দিন শতকের কোটা পেরোনা বগুড়ায় শনিবার পাওয়া পরিসংখ্যানে করোনা পজিটিভ হয়েছেন ৬২ জন। প্রতিদিনের নিয়মিত ব্রিফিং এ বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুস্তাফিজুর রহমান তুহিন শনিবার দুপুরে জানান, বগুড়ার সরকারি শজিমেক হাসপাতালের ১৮৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে ২৬ জন এবং বেসরকারি সংস্থা টিএমএসএসর মেডিকেল কলেজের পিসিআরে ৭৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩৬ জন পজিটিভ হয়েছেন।
এই নিয়ে বগুড়ায় এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯৮৫ জন। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় বগুড়ায় সর্বাধিক ৫ জন করোনায় মারা গেছেন। এনিয়ে বগুড়ায় এপর্যন্ত রোগে মারা গেছে মোট ২৯ জন। ফলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাগত দিক থেকে রাজশাহী বিভাগে বগুড়া এখন শীর্ষে রয়েছে।
শনিবার পাওয়া মোট ৬২ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে বগুড়া সদরেই আক্রান্তের সংখ্যা সর্বধিক ৪৯ জন। এছাড়াও সোনাতলা উপজেলায় ৭, শিবগঞ্জে ১, শাজাহানপুরে ১, গাবতলীতে ১, সারিয়াকান্দি, শেরপুর, ও আদমদীঘী উপজেলায় ১জন করে করোনায় আক্রান্ত হন।
রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বগুড়া শীর্ষস্থান ধরে রাখায় স্থানীয় জেলা প্রশাসন বগুড়ার ৯টি মহল্লাকে ’রেড জোন’ ঘোষনা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ