Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রধান হোতা ওয়াহিদ আটক

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রধান হোতাকে আটক করা হয়েছে বলে পাকিস্তানি পুলিশ সূত্রে জানা গেছে। ওয়াহিদ আলি ওরফে আরশাদ নামের এই শীর্ষস্থানীয় সন্ত্রাসীকে নওশেরওয়া থেকে গত সপ্তাহে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, দাঁড়ি কামিয়ে, ট্যাক্সি নিয়ে তোরখামের পাক-আফগান সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় ওয়াহিদ আলিকে আটক করা হয়। আটক করার আগে এই ব্যক্তি পুলিশের সঙ্গে বিভিন্ন রকম ছলনার আশ্রয় নিয়ে পুলিশকে ফাঁকি দেয়ার চেষ্টা করে। তবে পুলিশের বুদ্ধি ও কৌশলের কাছে সে অবশেষে ধরা দিতে বাধ্য হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই শীর্ষ সন্ত্রাসী তার মানবতাবিরোধী কর্মকা-ের জন্য কিছু দিন গাঢাকা দিয়ে থাকতে সমর্থ হলেও নিজেকে শেষ রক্ষা করতে পারেনি। প্রাথমিক জবানবন্দিতে ওয়াহিদ আলী স্বীকার করেছে, বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর জন্য ছয় মাস আগে থেকেই তারা পরিকল্পনা নিয়ে ছিল। আফগানিস্তানের আচিন জেলায় তালিবান কমান্ডার খলিফা ওমর মানসুর ওরফে ওমর নারের ঘাটিতে এ প্রস্তুতি নেয়া হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে খলিফা মানসুর তাকে ১০ লাখ রুপি দিয়েছিল। হামলা পরিকল্পনা বাস্তবায়নে এবং অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য এ অর্থ দেয়া হয়। পাক নিরাপত্তা বাহিনী এর আগে এ হামলায় জড়িত অপর পাঁচ ব্যক্তিকে আটক করেছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রধান হোতা ওয়াহিদ আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ