Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে ফুটবল, ক্ষুব্ধ রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের ছোবলে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশগুলির একটি ব্রাজিল। মৃত্যুর সংখ্যা সেখানে ছুঁতে চলেছে ৫০ হাজার। অথচ এই মহামারীর মধ্যেই আবার শুরু হয়েছে ফুটবল লিগ! ফুটবল ফেরানোর এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি রোনাল্ডো।
তিন মাস বন্ধ থাকার পর ব্রাজিলের প্রথম স্থানীয় লিগ হিসেবে রিও ডি জেনেইরোতে গতপরশু পুনরায় শুরু হয়েছে কারিয়োকা চ্যাম্পিয়নশিপ। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাঁকা গ্যালারিতে বাঙ্গুকে ৩-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো। চলমান পরিস্থিতিতে ফুটবল ফেরানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির শীর্ষ দুই ক্লাব ফ্লুমিনেন্স ও বোটাফোগো। ঐদিনই মাদ্রিদে এক অনুষ্ঠানে রোনাল্ডোও একমত হলেন ওই দুই ক্লাবের সঙ্গে, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে কারিয়োকা ফুটবল ও ব্রাজিলিয়ান ফুটবল ফেরানোর বিপক্ষে আমি। ইউরোপের অন্যান্য দেশের উদাহরণ অনুসরণ করতে চাইছে ব্রাজিল, কিন্তু মহামারীর কথা বিবেচনায় নিচ্ছে না।’
বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে ব্রাজিলে। বৃহস্পতিবার এক দিনে মৃত্যু হয় এক হাজার ২৩৮ জনের। কিছুদিন আগে মাঠে ফিরেছে স্প্যানিশ লা লিগা, লিগের দল রিয়াল ভাইয়াদলিদের মালিকানা আছে রোনাল্ডোর। তবে স্পেন ও ব্রাজিলের পরিস্থিতি এক নয় বলে মনে করেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার, ‘স্পেনে চ্যাম্পিয়নশিপ তখনই শুরু হয়েছে, যখন শহর ও সমাজের পরিবেশ নিরাপদ হয়েছে, ভাইরাসে আক্রান্তদের সংখ্যা কমতে শুরু করেছে। আমি মনে করি, ব্রাজিল এখনও (সংক্রমণের) চ‚ড়ায় আছে, এই সময়ে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত ভুল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ