Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রিটেনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে ফিলিস্তিন

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, ১৯১৭ সালের বেলফোর ঘোষণার জন্য ব্রিটেনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরিকল্পনা নিচ্ছেন তারা। ওই ঘোষণার ফলে ফিলিস্তিন ভূখ-ে ইহুদিবাদীদের দখলদারিত্ব কায়েম ও ইসরাইল সৃষ্টির পথ উন্মুক্ত হয়। মৌরিতানিয়ায় আরব লীগের এক বৈঠকে রিয়াদ আল-মালিকি সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। মামলা দায়ের করার জন্য তিনি আরব লীগের সহায়তা চেয়েছেন। ১৯১৭ সালের নভেম্বর মাসে বেলফোর ঘোষণায় তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর বলেছিলেন, ফিলিস্তিনি ভূখ-ে ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসন গড়ে তোলার বিষয়ে ব্রিটিশ সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। এই ঘোষণা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের জন্য ডেকে আনে ইতিহাসের কলংকিত অধ্যায় ‘নাকাবা দিবস’ বা বিপর্যয়ের দিন। ১৯৪৮ সালের এ দিনে ফিলিস্তিনি ভূখ- থেকে সাত লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়। আরব লীগের সম্মেলনে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ১৯১৭ সালের পর প্রায় একশ বছর পেরিয়ে গেছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে ফিলিস্তিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ