Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত ১৬৯ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৪:১৭ পিএম

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের ২ আনসার সদস্যসহ আরো ৫জন করোনাভাইরাস আক্রান্ত ও শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৯ জনে।
চুয়াডাঙ্গা সিভিলসার্জন ডা. এ. এস. এম. মারুফ হাসান জানান, গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআরল্যাব থেকে এ তথ্য আসে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস পজিটিভের সংখ্যা দাঁড়ালো ১৬৯ জনে। এদিন ৪৬ জনের ফলাফল এসেছে। এর মধ্যে ৫টি পজিটিভ। এদের মধ্যে ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের ২ জন সদস্য, ১ জন চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুন বাজারের, আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের ১জন ও হাড়কান্দি গ্রামের ১ জন বাসিন্দা রয়েছেন। ৫ জনই পুরুষ সদস্য। তাদের বয়স ২৪ থেকে ৫৭ বছরের মধ্যে। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৯ জন, সুস্থ হয়েছেন ৮৯ ও মৃত্যুবরণ করেছেন ২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন আনসার সদস্যকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও বাকি ৩ জনকে হোমআইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ