Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাটায় কাটায় ১৬শ’ করোনার রোগী সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৩:৫৪ পিএম

করোনা আক্রান্তের সংখ্যা কাটায় কাটায় ১৬ শ’ সিলেটে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জনকে নিয়ে সিলেটে করোনা পজেটিভের ক্ষেত্রে এ সংখ্যা আজ পর্যন্ত দাঁড়ালো। জানা গেছে, বিভাগে করোনা সংক্রমণের শুরুর দিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এর মাসখানেক পর থেকে সিলেটে বেড়ে যায় সংক্রমণের হার। আর এ সংক্রমণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়তে বাড়তে বিভাগের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ সিলেট জেলাতেই। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্যমতে, আজ (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৮০১ জনের। এর মধ্যে সিলেট ১৬০০, মৌলভীবাজার ২২৯, সুনামগঞ্জে ৭১১ ও হবিগঞ্জে ২৬১ জন। বিভাগের মধ্যে সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। মৃত ৫৫ জনের মধ্যে শুধু সিলেটে ৪৩ জন। এছাড়া অন্য ১২ জনের ৪ জন করে অন্য তিন জেলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ