বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটির কারণে গতকাল বুধবার কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তাই আজ বৃহস্পতিবার থেকে নতুন করে নমুনা সংগ্রহও বন্ধ থাকবে।
সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, কারিগরি ত্রুটি ও নতুন টেস্ট কিট আসছে বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আগামী দু এক দিনের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে। নমুনা সংগ্রহ শুরু হলে সবাইকে জানানো হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হাসপাতালে নমুনা দিতে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, কারিগরি ত্রুটির কারণে গতকাল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা সম্পন্ন হয়নি। তাই গতকাল কোনো রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি। পুনরায় ল্যাব চালু হলে পরবর্তীতে সঠিক রিপোর্ট দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।