Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের নতুন করে ডাক্তার ও নার্সসহ ২০জন করোনা ভাইরাসে আক্রান্ত

জেলায় মোট আক্রান্ত ৩৭৯ জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১১:৩৭ এএম

টাঙ্গাইলের নতুন করে ডাক্তার ও নার্সসহ ২০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেলদুয়ার উপজেলায় ২জন, সখিপুরে ১জন, মির্জাপুরে ৬জন, ভূঞাপুরে ৬জন, গোপালপুরে ৪জন ও ধনবাড়ী উপজেলায় ১জন রয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট ৩৭৯ করোনাভাইরাসে আক্রান্ত হলো। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৩৭ জন সুস্থ্য হয়েছে। সর্বমোট ৮ জন মৃত্যুবরণ করেছে। বাড়িতে ও আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১৪ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে রয়েছে ২০০৫ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ৫৯৭টি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২০জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৬জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ