বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ায় ঢাকার গাজীপুর ফেরত রুমা বেগম (২৭) নামের এর নারীর করোনা সনাক্ত হয়েছে। গতকাল ১৭ জুন বুধবার রাত্রিতে তার রিপোর্ট পজেটিভ আসে। করোনায় আক্রান্ত রুমাা বেগম পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া ওয়ার্ডের রুবেল মিয়ার স্ত্রী। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর স্বামী ঢাকার গাজীপুর বোর্ড বাজার এলাকায় গার্মেন্টেসে চাকুরীর সুবাদে সেখানে বসবাস করতেন। গত ১১ জুন তিনি বাড়ি ফিরেন। পরে ১৩ জুন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে ভাইরোলজি বিভাগে পাঠায়। গতকাল ১৮ জুন বৃহস্পতিবার রাত্রিতে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি তার বাড়িতেই আইসোলেশনে থাকবেন। সেখানেই তার চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, আক্রান্তের বাড়ি লকডাউন করা ব্যবস্থা নিচ্ছি। সেখানকার পরিস্থিতি দেখে প্রয়োজনে আশেপাশের বাড়িগুলোও লকডাউন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।