Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দর- জিপি শিটের বদলে এলো টাইলস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১২:০১ এএম

পাঁচটি কন্টেইনারে ১০৬ টন জিপি শিট আনার ঘোষণা থাকলেও পাওয়া গেছে মাত্র ২২৫ প্যাকেট টাইলস। প্রতিটি কন্টেইনারে ৪৫টি করে প্যাকেট ছিলো। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা কায়িক পরীক্ষার পর নিশ্চিত হয়ে গতকাল বিষয়টি প্রকাশ করেন।

তবে তাদের ধারণা সরবরাহকারীর ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। কারণ আমদানিকারক ইতোমধ্যে কাস্টমসে উচ্চ শুল্ক পরিশোধ করায় এই চালানের মাধ্যমে অর্থপাচার হয়নি বলেও মনে করছেন তারা। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঢাকার বংশালের ১৩৯ মাজেদ সরদার সড়কের কামাল স্টিল হাউস চীন থেকে পাঁচ কন্টেইনারে ১ লাখ ৬ হাজার কেজি জিপি শিট আমদানির ঘোষণা দেয়।

এনসিসি ব্যাংক থেকে ৫২ লাখ টাকা এলসি খোলে তারা। এমভি মেরিন তারাবা জাহাজে চালানটি বন্দরে পৌঁছানোর পর সিঅ্যান্ডএফ এজেন্ট ইউনিকো ইন্টারন্যাশনাল গত ৯ জুন চালানের বিপরীতে শুল্ক পরিশোধ করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দর

১৩ জানুয়ারি, ২০২৩
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ