বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমনিরহাট জেলার কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে গাজীপুরের পোশাক কারখানার নজরুল ইসলাম গফুর (৫২) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজিত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান।
মৃত নজরুল ইসলাম গফুর কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জের দক্ষিণ ঘ্যানেশম এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম গফুর গত ৯ জুন গাজীপুর থেকে অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে আসেন। তিনি স্থানীয় চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে বুধবার সকালে তিনি মারা যান।
বুধবার দুপুরে মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।