Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট খেলতে চান রুম্মান

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কি ওয়ানডে, কি টি-২০, সীমিত ওভারের ম্যাচে সাব্বির রহমান রুম্মান এখন অপরিহার্য ব্যাটসম্যান। ¯øগের আদর্শ ব্যাটসম্যান বলে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল ওয়ানডেতে। তারও ৯ মাস আগে অভিষেক হয়েছে তার টি-২০তে। জানেন, এই বছরে নিজেকে মেলে ধরা সাব্বির রহমান রুম্মান আন্তর্জাতিক টি-২০তে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছেন। ১৬ ম্যাচে ২ ফিফটিসহ ৪৬৩ রান, সংক্ষিপ্ত ভার্সনের এই ক্রিকেটে এই বছরটিতে এখন পর্যন্ত তার উপরে আছেন শুধুই বিরাট কোহলী (৬২৫ রান)। বছরটিতে টি-২০তে তার স্ট্রাইক রেট ১২৭.৫৪, এটাও বা কম কিসের? ২৩ ওয়ানডেতে ৪৮২ রান (গড় ৩২.১৩), ২৬ টি-২০তে সেখানে ৬০৪ রান (৩০.২০), ওয়ানডেতেও তার স্ট্রাইক রেট ১০০-র উপরে (১০১.০৪)। অথচ, তার সাথে এজ গ্রæপে খেলে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পারফর্ম করে মুমিনুল, নাসির, বিজয়রা টেস্ট খেললেও টেস্ট খেলার স্বপ্নটা এখনো পূরন হয়নি রুম্মানের। সে কারনেই এই অতৃপ্তি ঘোঁচাতে চান রুম্মান, লক্ষ্য একটাইÑতিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গাটা পাকা করায়।
যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন, টুক টাক লেগ স্পিনও করতে জানেন, সঙ্গে বিশ্বমানের ফিল্ডার পরিচয়টা তো আছেই। এতোসব গুণাবলী যার, সেই ছেলেটি কেন টেস্ট দলে হবেন না বিবেচ্য? নিজেই নিজের কাছে এ প্রশ্ন করছেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে বড় দৈর্ঘ্যরে ম্যাচের আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) কে তাই নিয়েছেন সিরিয়াসলি সাব্বির রহমান রুম্মানÑ‘বিসিএল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। পরে আরও সিরিজ আছে। বিসিএল এই কারণেই আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিসিএলে ভালো কিছু করতে পারলে হয়তো টেস্ট দলে সুযোগ আসতে পারে। সব সময়ই রান করার জন্য কষ্ট করি। সব সময় হয়তো হয় না, অনেক সময় হয়। তাই চেষ্টা করবো ভালো কিছু করার।’ টেস্ট খেলতে না পারলে ক্রিকেটারদের ক্যারিয়ারে পায় না পূর্ণতা, সে কারণেই আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় বর্ষে এসে টেস্ট খেলার তাগিদটা একটু বেশিই অনুভব করছেন রুম্মানÑ‘একজন খেলোয়াড়ের মূল ব্যাপার হলো টেস্ট খেলা। টেস্টেই একজন ক্রিকেটারের ভালো মন্দ বোঝা যায়। আমিও সেভাবেই চিন্তা করি। এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যতটা সম্ভব ভালো কিছু করেছি। সামনে সুযোগ এলে টেস্টেও সে রকম কিছু করার স্বপ্ন দেখি আমি।’
একসঙ্গে বড় হওয়া বন্ধু নাসিরের জায়গাটা নিয়েছেন ওয়ানডে, টি-২০তে। তবে টেস্ট একাদশে তার জায়গা পাওয়াটা তাই বড় এক চ্যালেঞ্জ। প্রথম শ্রেণীর ক্রিকেটে রুম্মানের অতীত রেকর্ডটাও খুব একটা আহামরি নয়। ৯৪ টি প্রথম শ্রেনীর ম্যাচে ২২৮৪ রান, গড়টা বলার মতো নয় (২৯.৬৬), সেঞ্চুরি মাত্র ২টি। বিসিএলে দারুণ কিছু করতে না পারলে টেস্ট দলে জায়গা পাওয়াটা কঠিন। তাই ব্যাটিং পজিশনের চেয়েও রুম্মানের কাছে গুরুত্ব বেশি টেস্ট দলে জায়গা পাওয়াÑ ‘ক্রিকেট এত দ্রæতগতির হয়ে গেছে যে, টেস্ট-টি-টোয়েন্টি; যে কোনো জায়গায় রান করলেই ব্যাটসম্যান ভালো, আর না করলেই খারাপ। সব সময় আমার চেষ্টা থাকে রান নিয়মিত করার জন্য। ঘরোয়া ক্রিকেটের বিসিএল, প্রিমিয়ার লিগ বা জাতীয় দলের ওয়ানডে বা টি-টোয়েন্টি, যেখানেই খেলি না কেন আমার উদ্দেশ্য থাকে রান করা। পজিশন নিয়ে খুব বেশি চিন্তা করছি না।’
টি-২০, ওয়ানডে ভার্সনের সফল এবং আক্রমনাত্মক ব্যাটসম্যানরা টেস্টেও ধরছেন নিজেকে মেলে। টেস্টে অ্যাটাকিং ব্যাটসম্যানরাই সফল। টেস্টে কোহলি, ভিলিয়ার্স, ম্যাককালামদের দৃস্টান্ত থেকেই হচ্ছেন উদ্বুদ্ধ রুম্মানÑ ‘অবশ্যই। এখন যে ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে একশো করছে, সেই দেখা যাচ্ছে টেস্টে খুব ধীরে খেলছে। সব ম্যাচেই আসলে এক রকম। টেস্ট হলেই যে আমি ধরে খেলবো, আবার টি-টোয়েন্টিতে খুব মেরে খেলবো; ব্যাপারটা এ রকম না। রান করাটাই মূল ব্যাপার।’ টেস্ট খেললে, পাঁচ, ছয়ে ব্যাটিংয়ের ইচ্ছা তারÑ‘টেস্টের প্রথম ১০-১২ ওভার বল খুব মুভ করে। ফলে এক বা দুই নম্বরে নামা ব্যাটসম্যানরা কিছু সমস্যার মুখে পড়ে। তবে যারা পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করে তাদের স্পিন খেলতে হয়, সে সময় পেসারদের বলেও মুভমেন্ট থাকে। নিজের পছন্দের জায়গার কথা বললে বলবো, আমার জন্য হয়তো পাঁচ বা ছয় নম্বর জায়গাই বেশি ঠিক হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট খেলতে চান রুম্মান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ