বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলায় নতুন করে আক্রান্ত ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জন। সংক্রমণ হার বিবেচনা করে কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকাকে রেড জোন চিহিৃত করে ১৪ দিনের জন্য লক ডাউন করা হয়েছে।
এলাকাগুলো হচ্ছে কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। অপর দিকে শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেড জোন চিহিৃত করে লকডাউন করা হয়েছে।
এসব এলাকায় ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়াও লকডাউন এলাকায় কৃষিপন্যবাহী যানবাহন ও রোগী পরিবহন ছাড়া অন্য যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাতে ওই সব এলাকায় প্রশাসনের পক্ষে মাইকিং করে জানানো হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম ফরহাদ চৌধুরী জানান, করোনায় আক্রান্তের সংখ্যা বিবেচনা করে ৩টি এলাকাকে রেড জোন নির্ধারণ করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। ওই সব এলাকায় লাল পতাকা টাঙ্গানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর ৮টি এলাকায় রেড জোন ঘোষণার পর প্রথম পৌর শহরের একটি এলাকা কালিঘাটকে লকডাউন করা হয়েছে। রেডজোন এলাকা হলো পৌর এলাকার কালিঘাট রোড, শ্যামলী, ক্যাথলিক মিশন রোড, সদর ইউনিয়নের উত্তর রুপসপুর, সবুজভাগ, মুসলিমবাগ, লালবাগ এবং বিরাইমপুর রেড এলাকা। পাশাপাশি কালিঘাট এলাকার প্রবেশ পথে বাঁশের বেড়িগেট দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলায় মোট করোনায় নতুন করে ১৪ জন আক্রান্ত সহ মোট হয়েছেন ২২৯ জন। সুস্থ হয়েছেন ৮৫ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।