বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজের ৭ ঘণ্টা পর নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে মঞ্জুরুল আহসান তুষার (১৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাবিলপুর গ্রামের তপাদার বাড়ির একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত তুষার উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাবিলপুর গ্রামের তপাদার বাড়ির শাহ আলমের ছেলে। তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির একটি বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়ে নিখোঁজ হয় তুষার। এসময় সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজের সাড়ে ৭ ঘণ্টা পর বাড়ির লোকজন পুকুর ঘাটে তুষারের লাশ ভাসতে দেখে।
নিহতের পরিবারের জানায়, তুষার সাঁতার জানতো। কিন্তু পুকুরের পানিতে তার লাশ পাওয়া গেছে। তুষারের মৃত্যুটি রহস্যজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।