বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে নতুন করে আরো ১৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৫ হাজার ৫৮৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১২৩ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৫৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজার ল্যাব সহ চট্টগ্রামে ৬টি ল্যাবে ৭৮১ টি নমুনা পরীক্ষা করে ১৭৯ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৯ জনের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি নমুনা পরীক্ষা করে ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৪২ টি নমুনায় সংক্রমণ পাওয়া গেছে ৫৪ জনের।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ১৫০টি নমুনায় ৪০ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে ১১ জনের। অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামে ১৭টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ পাওয়া গেছে ৫ জনের।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্তের ৭০ ভাগ মহানগরীর বাসিন্দা। বাকি ৩০ ভাগ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।