বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১৬ জুন মঙ্গলবার পুলিশ,চিকিৎসকসহ ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ১১ ও ১৪ জুনে পাঠানো নমুনায় ১৪ জন পুরুষ ও ৭ নারী আক্রান্ত হয়। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসাড়া হাইওয়ে থানার এক এসআই ৫০ ও দুই এএসআই ৩২,৩২ বছরের এবং চিত্রকোট ইউনিয়নের তুলসিখালি ১৪, ৬ ও ৩৫ বছর, এসিল্যান্ড অফিসের ৪০ বছর, ইছাপুরা ইউনিয়নের ইছাপুরাতে ৫৫ ডা. ৪০ ও পূর্ব শিয়ালদিতে ৪০, রাজদিয়াতে ৭০ বছর, রাজানগর ইউনিয়নের রাজানগরে ৪৮ বছর, ব্র্যাক অফিসের ২৬ বছর, ইসি অফিসের ৩১, ৩৪ বছর, রশুনিয়া ইউনিয়নের তাজপুর ৪১, ধামালিয়ায় ৫০ বছর, জৈনসার ইউনিয়নের কাঠালতলী ৪৮ বছর, চর বয়রাগাদির ৩৫ বছর, মালখানগর ইউনিয়নের ফেগুনাসার ৫৫ বছরের মোট ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন সিরাজদিখানের কবিতা রানী সরকার। এ উপজেলায় সর্বমোট ২৫৮ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ৭৭ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।