বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব হাজরা (৩৯) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে খুলনায় করোনায় মোট ৯ জনের মৃত্যু হলো।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা যান। তিনি খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকার নিগঞ্জ শেখর হাজরার ছেলে।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘তিনি গত ১৪ জুন করোনা সংক্রমিত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।’
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘খুলনায় আগে চারজন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলো। আবার খুমেকের ফ্লু কর্ণারে উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আজ করোনা ডেডিকেটেড হাসপাতালে একজন মারা গেল। এই নিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হলো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।