বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের সেবা প্রদানে প্রস্তুত হচ্ছে সিলেট শহরতলির খাদিমপাড়ার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল। প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালটিকে কোভিড আইসোলেশন সেন্টার হিসেবে বিশেষায়িত করতে সহায়তা করছে সিলেট কিডনি ফাউন্ডেশন। প্রয়োজনীয় চাহিদা জানিয়ে সিলেটের সিভিল সার্জনকে একটি পত্র দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জালাল উদ্দিন। সে চাহিদার আলোকে প্রয়োজনীয় সহায়তা-সরঞ্জাম বুধবারের মধ্যে পৌঁছে দেওয়া হবে বলে নিশ্চয়তা দিয়েছে কিডনি ফাউন্ডেশন। সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন। ফাউন্ডেশনের সভাপতি সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদের তত্ত্বাবধানে দেশ বিদেশের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। আনুষঙ্গিক ব্যয় নির্বাহে বড় অঙ্কের একটি তহবিলও ইতোমধ্যে গঠন করেছে কিডনি ফাউন্ডেশন। কর্নেল (অব.) আবদুস সালাম জানান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. এ কে মুবিন তহবিলে প্রদান করেছেন ১০ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।