বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি।
শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কুঠিরগাঁও গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
নিহতের ছেলে ইফতেখার আহমেদ সিয়াম বলেন, শহিদ উদ্দিন জিসনু গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সোমবার বিকালে জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও দেখা দেয়। সন্ধ্যায় তার অবস্থার খারাপ হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।