Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে করোনা এক রোগীর মৃত্যু

জেলায় আক্রান্তের সংখ্যা ১৮৩ জন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:২৯ পিএম

শেরপুরে ছানোয়ার হোসেন (৫৭) নামে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে । আজ ভোর রাতে শেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় তিন করোনা রোগীর মৃত্যু হলো।
স্বাস্থ্য বিভাগ জানায়, ছানোয়ার ঢাকাতে পিডিবিতে চাকরী করতো। সে ঢাকা থেকে আক্রান্ত হয়ে শেরপুরে ১০ জুন নমুনা পরিক্ষা করতে দিলে ১২জুন তিনি করোনা পজিটিভ হন। তারপর থেকে তিনি বাসাতেই আইসোলোশনে ছিলেন । গতকাল রাতে তার শ্বাসকস্ট বেড়ে গেলে রাত পৌনে বারটার দিকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হলে আজ ভোররাতে তার মৃত্যু হয়।
এদিকে জেলায় মোট ১৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন এদের মধ্যে ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন ৯৫জন রোগী । এ পর্যন্ত মোট ২৯৩৫ টি নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এসেছে ২৭৫৫টি নমুনার আর প্রক্রিয়াধীন রয়েছে ১৮০টি নমুনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ