বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। বিভাগে এখন শনাক্তের সংখ্যা ২ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৯ ও ঢাকার ল্যাব থেকে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্তকরণ হয়। ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২, বিয়ানীবাজারের ১, সুনামগঞ্জের ছাতকের ৪, হবিগঞ্জের বাহুবলের ২ জন। শাবির ল্যাবে শনাক্ত হওয়া ৭৯ জনের সকলেই সুনামগঞ্জে। ঢাকার ল্যাবে পজেটিভ ফলাফল হওয়া ২১ জনই হবিগঞ্জের। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানীর ল্যাবে পরীক্ষা করা হয় ১৮৮ টি নমুনা । এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৩৯ জনের। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সিলেট সদরের ৩২, বিয়ানীবাজারের ১, হবিগঞ্জের বাহুবলের ২ ও সুনামগঞ্জ ছাতকের ৪ জন। এদিকে, একইদিনে শাবির ল্যাবে সিলেটের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয় ৩৭৪ জনের। এরমধ্যে ৭৯ টির ফলাফল পজিটিভ হয়েছে বলে তথ্য দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বলেন, তার জেলায় শনাক্ত হওয়া ৮৩ জনের মধ্যে ছাততের ১৭, দক্ষিণ সুনামগঞ্জের ২৪, সুনামগঞ্জ সদরের ১৬, জামালগঞ্জের ৭, শাল্লার ৭ , দিরাইর ৩, এবং দোয়ারাবাজারের ৫ জন রয়েছেন। ঢাকার ল্যাবে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন চুনারুঘাটের ১০, সদরের ২, নবীগঞ্জের ১ ও আজমিরিগঞ্জের ১ জন বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান। সিলেট বিভাগে এ পর্যন্ত২ হাজার ৫৪৫ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন সিলেটে ১ হাজার ৪৪৬ জন, মৌলভীবাজারে ১৯১, সুনামগঞ্জের ৬৪৬ ও হবিগঞ্জে ২৬২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।