Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা চিকিৎসায় দুটি হাই-ফ্লো নেসাল ক্যানোলা মেশিন প্রদান করতে যাচ্ছেন সিলেটের জ্বালানী ব্যবসায়ীরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১১:৫০ এএম

করোনা ভাইরাস সংক্রমিত গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য দুটি হাই ফ্লো নেসাল ক্যানোলা (এইচ.এফ.এন.সি) মেশিন প্রদান করছেন সিলেটের জ্বালানী ব্যবসায়ীরা। ১২ লাখ টাকা মূল্যের এ মেশিন এ দু’টি বাংলাদেশ পেট্রোলিয়াম ডির্লাস, ডিস্ট্রিবিউর্টস এবং পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট শাখার পক্ষ থেকে প্রদান করা হচ্ছে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে। চিকিৎসা বিশেষজ্ঞ সূত্র জানায়, গুরুতর শ্বাসকষ্ট নিয়ে অনেক করোনা রোগী চিকিৎসাধীন। তাদেরকে একেবারে অন্তিম সময়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় ভেন্টিলেশন মেশিনের সাহায্যে। কিন্তু, যেসব শ্বাস কষ্টের রোগী মাস্কের মাধ্যমে শ্বাস টেনে নিতে পারেন না নিজেরা, তাদেরকে এইচ.এফ.এন.সি মেশিনের সাপোর্টে তাদের শ্বাস প্রশ্বাস চালু রাখা সম্ভব। কিন্তু, দেশে এই মেশিন না থাকায় এই মেশিনের সাপোর্ট দেয়া সম্ভব হচ্ছেনা করোনা রোগীদের। বাংলাদেশ পেট্রোলিয়াম ডির্লাস, ডিস্ট্রিবিউর্টস এবং পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, জানান, ইতোমধ্যে বাংলাদেশে আমদানী করা হয়েছে এই মেশিনটি। তাদের সংগঠন এ দুটি এইচ.এফ.এন.সি মেশিন ক্রয় করে নিয়েছে। শিগরিগই এগুলো হস্তান্তর করা হবে সিলেটের শহীদ ডা.শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ