পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারের ভাঙা রাস্তায় দুর্ঘটনায় নিহত হলেন স্বামী-স্ত্রী। গতকাল সোমবার দুপুরে ধানের তুষ বোঝাই ট্রাকের চাকা গর্তে পড়ে উল্টে অটোভ্যানে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে তাদের চার বছরের সন্তান উম্মে হাবিবা।
দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চক নুর গ্রামের মো. খতিব শেখের ছেলে আব্দুল ওয়াহাব শেখ (৩০) এবং তার স্ত্রী স্বর্ণা খাতুন (২৫)। নিহত আব্দুল ওয়াহাব বনপাড়া পৌরসভার গুণাইহাটি জামে মসজিদের ইমাম ছিলেন। খবর পেয়ে ইউএনও আনোয়ার পারভেজ এবং মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, আব্দুল ওয়াহাব ও তার স্ত্রী রায়গঞ্জের নিজ বাড়ি থেকে ভ্যানে কর্মস্থল গুণাইহাটি যাচ্ছিলেন। পথে বনপাড়া বাজার এলাকায় মহাসড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ও তাদের শিশু সন্তান আহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে চালক ও হেলপার আগেই পালিয়ে যায়।
প্রসঙ্গত, বনপাড়া বাজারে মহাসড়কের এ অংশটুকু দীর্ঘদিন এমন ভাঙা থাকলেও সংস্কার না করায় মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।