Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে জয়েণ্ট ডিস্ট্রিক জাজ ও এএসপিসহ আক্রান্ত-২

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৮:৪২ পিএম

কুড়িগ্রামে সোমবার (১৫জুন) নতুন করে জেলা জজ আদালতের বিজ্ঞ জয়েন্ট ডিস্ট্রিক জাজ মোঃ তৈয়ব আলী (৪২) ও নাগেশ^রী সার্কেলের এএসপি লুৎফর রহমান (৫৪)সহ ২জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫জন। সুস্থ হয়েছে ৫৯জন। এখনো ৪৬জন চিকিৎসাধীন রয়েছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত জেলার চর রাজিবপুর উপজেলা ছাড়া বাকী ৮টি উপজেলাতেই করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলায়। কুড়িগ্রাম সদরে আক্রান্ত হয়েছে ১৫জন, ফুলবাড়িতে ১৪জন, ভুরুঙ্গামারীতে ৯জন, চিলমারীতে ৯জন, রাজারহাটে ৪জন ও রৌমারীতে ৩জন।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ও নিরাপত্তা গগলস পরা, অপরিচিতসহ কাছের লোকজনকে এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। এগুলো মেনে চললে কোভিড-১৯ থেকে নিরাপদে থাকা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ